
ল্যাব টেস্টে জানা গেল 'গর্ভবতী' ৬০ বছরের বৃদ্ধ
প্রকাশ: ২২ এপ্রিল ২০ । ১৪:২৬ | আপডেট: ২২ এপ্রিল ২০ । ১৪:৫৬
অনলাইন ডেস্ক

৬০ বছর বয়সী বৃদ্ধারও যেখানে গর্ভধারণের সম্ভাবনা থাকে না বললেই চলে সেখানে ৬০ বছরের বৃদ্ধ কী করে গর্ভধারণ করবে? এটা জানতে হলে আপনাকে পাকিস্তানের একটি ল্যাবরেটরির এই রিপোর্টটা পড়তে হবে। হ্যাঁ, সেখানকার খানেওয়াল জেলার একটি ল্যাবে এসেছে এমন রিপোর্ট।
আল্লা বিটা নামের এক ব্যক্তি খানেওয়ালের ডিএইচকিউ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখানে তাকে ইউরিন টেস্ট করতে বলা হয়। ওই ব্যক্তি একটি প্রাইভেট ল্যাবে মুত্র পরীক্ষা করাতে গেলে তাকে যে রিপোর্ট দেয়া হয়, তাতে দেখা যায়, তিনি গর্ভবতী!
এ ব্যাপারটা যখন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের কানে যায়, তারা এর তদন্ত শুরু করে। এই ঘটনা পাকিস্তানের স্বাস্থ্যসেবা কমিশন পর্যন্ত পৌঁছায়। এরপর খানেওয়ালের ডিস্ট্রিক্ট কমিশনার ল্যাবটি সিল করে দেয়। এমনকি ল্যাবের মালিককেও গ্রেপ্তার করা হয়।
পুলিশি তদন্তে দেখা যায়, খানেওয়াল ল্যাব নামের ওই ল্যাবটি অবৈধভাব পরিচালিত হয়ে আসছিল। সূত্র: পাকিস্তান টুডে
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com