
মতলবে নিখোঁজের একমাস পর মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ
প্রকাশ: ২২ এপ্রিল ২০ । ১৫:১৩
মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি
চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের একমাস পর কাকলী নামের নমব শ্রেণির এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাকলী উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামের ভজন মিস্ত্রির মেয়ে। সে ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানায়, প্রায় একমাস ধরে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তার নিখোঁজের বিষয়ে মতলব উত্তর থানায় জিডি করা হয়। পরে বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি অক্সফোর্ড কিন্ডার গার্টেনের একটি কক্ষে গিয়ে পড়ে। ওই বলটি কুড়াতে যেয়ে শিশুরা একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা এসে কাকলীকে শনাক্ত করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com