নওগাঁয় বজ্রপাতে নিহত ২

প্রকাশ: ২২ এপ্রিল ২০ । ১৯:৩৬

নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুর ও মান্দা উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলা সদরের চৌধূরী পাড়ার আমিনুল ইসলামের ছেলে আব্দুল ওয়াহেদ শিমুল (৩২) ও মান্দা উপজেলার কুলিহার গ্রামের তাহের মন্ডলের ছেলে ময়নুল হোসেন (৩২)।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। বুধবার দুপুর দেড়টায় উপজেলা সদরে থানার পেছনে একটি মাঠে আব্দুল ওয়াহেদ শিমুলসহ কয়েকজন জমি মাপ করছিলেন। হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে  বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিমুল পড়ে যান। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকাল থেকে হালকা বৃষ্টি ছিল। বুধবার দুপুরে উপজেলার কুলিহার বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ময়নুল হোসেন নিহত হন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com