
চট্টগ্রামে খাবার পেয়ে খুশি ৪০০ হতদরিদ্র পরিবার
প্রকাশ: ২২ এপ্রিল ২০ । ২০:৩৭
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের এমন দুঃসময়ে খাবার পেয়ে খুশি হয়েছেন তারা।
বুধবার নগরের বৌবাজার এলাকায় সামাজিক দূরত্ব মেনে হতদরিদ্র পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সমাজসেবক ফরিদ মাহমুদ।
প্রয়াত মোহাম্মদ আলী কন্ট্রাক্টর ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়। মোহাম্মদ আলীর জ্যেষ্ঠ ছেলে মো. আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুর রহমান, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ ও সংরক্ষিত কাউন্সিলর ফারহানা জাবেদ।
আরও উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. আমিন, মো. সেকান্দর, মো. জাকির হোসেন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, মো. ইয়াছিন ভুইয়্যা প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com