
মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগ
দশ দিনের খাবার পেল ১১৪ পরিবার
প্রকাশ: ২৬ এপ্রিল ২০ । ১৯:৩৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০ । ১০:৫৬
সমকাল প্রতিবেদক

করোনা সংক্রমণ এড়াতে ঘরবন্দি মানুষের জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ার সুযোগ নেই। এতে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ পড়েছে সংকটে। এমন পরিস্থিতিতে সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে ‘মিশন সেভ বাংলাদেশ’।
রোববার দ্বিতীয় রোজার দিন এই উদ্যোগে আরও ১১৪ পরিবারে ১০ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে করোনা রোধে সচেতনার অংশ হিসেবে ঢাকার ১৬টি এলাকায় ( উত্তর বনশ্রী, রামপুরা, মালীবাগ, আনন্দনগর, কোটবাড়ি, গাবতলী, কল্যাণপুর, পাইকপাড়া, আহমেদনগর, তলারবাগ, মুনিপুরী পাড়া, পীরেরবাগ, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, ইব্রাহীমপুর, কাফরুল) জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। এছাড়া খিলক্ষেত বাজার ও বটতলায় বিতরণ করা হয়েছে এক হাজার মাস্ক।
দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ’। করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই উদ্যোগে নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। সচেতনামূলক নানা কার্যক্রমও চলছে।
এই উদ্যোগে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত আছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহাজ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অফ লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, শপ-আপ, আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়েডেভস, বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন, গ্রামীণফোন এমপ্লয়িস ইউনিয়ন, স্টেপ ফুটওয়্যারস লিমিটেড, মার্কেট এক্সপ্রেস ফ্যামিলি, ঢাকা অনুবাদ, বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন, পেন্সটোন, দারাজ অনলাইন শপিং, হাংরি নাকি, ফারমার্স মার্কেট এশিয়া, ইউনিফক্স, লিটমোস্ফিয়ার, স্পার্ক আইটি, আপন ওয়েলবিইং এবং ট্রাই ফাউন্ডেশন।মিশনের সঙ্গে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৯২ লাখ ৬৬ হাজার ১৫৩ টাকা।
ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন-https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com