করোনা পরিস্থিতি চলতে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৭ এপ্রিল ২০ । ১১:৪৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০ । ১৩:৪০

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতি চলতে থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তিনি বলেন, আমরা এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলব না, কমপক্ষে সেপ্টেম্বর অবধি বন্ধ থাকবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় এই স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার সকালে রাজশাহী বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত করোনার প্রাদুর্ভাব থাকবে ততদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা চালু করব।

এর আগে পাঁচ ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫১ জেলার সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com