লকডাউনেও ক্যালিফোর্নিয়ার সৈকতে ভিড়

প্রকাশ: ২৭ এপ্রিল ২০ । ১৪:৪২ | আপডেট: ২৭ এপ্রিল ২০ । ১৫:২৯

অনলাইন ডেস্ক

অরেঞ্জ কাউন্টির হান্টিংটন সমুদ্র সৈকতে শনিবার ছিল মানুষের উপচে পড়া ভীড় সিএনএন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের মতোই ক্যালিফোর্নিয়াতেও মানুষকে ঘরে থাকার নির্দেশ বহাল রয়েছে। এড়িয়ে চলতে বলা হয়েছে জনসমাগম। তবে স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার দু’টি সমুদ্র সৈকতে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

সিএনএন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপদাহ থেকে রেহাই পেতেই মানুষ সৈকতে ছুটে গেছে। সৈকত কর্তৃপক্ষ তাদের নিরুৎসাহিত করলেও তাতে লাভ হয়নি লকডাউন অমান্য করে সৈকতে জড়ো হতে থাকে মানুষ।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস ও স্যান দিয়াগো কাউন্টির সমুদ্র সৈকতগুলো বন্ধই রয়েছে। তবে ভেনটুরা ও অরেঞ্জ কাউন্টির সৈকতগুলো খোলা রয়েছে। এ দু’টি কাউন্টির সৈকতগুলোতেই শনিবার প্রচুর মানুষকে ভীড় করতে দেখা গেছে।

তবে ভেনটুরা ও অরেঞ্জ কাউন্টির সৈকতগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে বারবার। সৈকতে আসা মানুষেরা তাতে ইতিবাচক সাড়াও দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়ার আবহাওয়া দপ্তর তাপদাহের কথা জানিয়েছিল। শনিবার লস অ্যাঞ্জেলসে ছিল তীব্র তাপদাহ। তবে রোববার থেকে তাপদাহ কিছুটা কমতে শুরু করেছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com