মেম্বারকে একঘরে করল গ্রামবাসী

প্রকাশ: ২৭ এপ্রিল ২০ । ১৭:০৩

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন মিয়াকে একঘরে করে দিয়েছে গ্রামবাসী। সোমবার পর্যন্ত ৩ দিন ধরে তিনি একঘরে হয়ে আছেন। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, মসজিদের জমি জোরপূর্বক দখলে নেওয়ায় প্রতিবাদ করায় গ্রামবাসীকে মারপিট ও গালমন্দ করেন ওই ইউপি সদস্য। তাই তাকে একঘরে করা হয়েছে। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন মিয়ার বাড়ি আস্করপুর গ্রামে। গ্রামের জামে মসজিদের নামে স্থানীয় খিজির উদ্দিন আশির দশকে ৪৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। সেই সময় থেকে ওই সম্পত্তি বর্গা দেওয়া হয়। ইউপি সদস্য শাহিন মিয়ার বাড়ির পাশে জমির অবস্থান। এই মৌসুমে জমি বর্গা দেওয়ার আগে বৃহস্পতিবার সীমানা করার জন্য মাপজোক করতে যায় গ্রামবাসী। এসময় ইউপি সদস্য জমি মাপতে বাধা দেন। গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এক পর্যায়ে রড নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করেন। এ ঘটনার প্রতিবাদে পরদিন শুক্রবার মসজিদ কমিটি ও গ্রামবাসীর সিদ্ধান্ত মোতাবেক ইউপি সদস্যকে একঘরে করে দেওয়া হয়। সেই সাথে তার সহযোগী মালেক ও গোলাপ মিয়ার পরিবারকেও একঘরে করা হয়।

সাবেক ইউপি সদস্য ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া বলেন, জমির সীমানা নির্ধারণে মাপজোক করার জন্য সেখানে যাওয়া হয়। মাপজোক শুরু করলে ইউপি সদস্য শাহিন মিয়া সীমানার খুঁটি তুলে ফেলেন এবং মানুষজনকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে বাড়ি থেকে লোহার রড এনে গ্রামবাসীর ওপর হামলা চালান। আমরা মান সম্মানের ভয়ে সেখানে কোন ঝগড়া করিনি, চলে আসি। পরে সবার সঙ্গে আলোচনা করে তাকে একঘরে করা হয়। তার সঙ্গে সামাজিক সর্ম্পক ছিন্ন করা হয়েছে। গ্রামের কেউ তার সঙ্গে আর মিশবেন না। লেনদেন করবেন না। যতদিন তিনি গ্রামের মানুষের কাছে ক্ষমা না চাইবেন-ততদিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

একই কথা বলেন গ্রামের আবদুল খালেক মিয়া, লিটু, বেলাল হোসেন, রহিম উদ্দিন, হিরু মিয়া, আলামিন, নয়ন মন্ডল, শরিফুলসহ অনেকে। গ্রামের লোকজনের অভিযোগ, এমন পরিস্থিতিতে নিজের অপরাধ ঢাকতে গ্রামের কিছু যুবকের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য শাহিন মিয়া বলেন, আমাকে একঘরে করার কোন প্রশ্নই ওঠে না। মসজিদের জমির পূর্বদিকে একটি রাস্তা চলে গেছে। বাড়ি থেকে বের হওয়ার জন্য একমাত্র রাস্তা সেটি। দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে চলাচল করি। হঠাৎ করে রাস্তা বন্ধ করায় আমি বাধা দেই। 

তিনি আরও বলেন, রাস্তাটি বন্ধ হলে আমিসহ কয়েকটি পরিবারের চলাচল বন্ধ হবে। এ নিয়ে একটি মহল অন্যায়ভাবে আমার পেছনে উঠেপড়ে লেগেছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com