সরকারি চাল বাজারে, লোহাগড়ায় ডিলার গ্রেপ্তার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০ । ১৭:২৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০ । ১৮:১৩

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

ফাইল ছবি

নড়াইলের লোহাগড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে আশরাফ আলী নামে এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার রাতে লোহাগড়া থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

আশরাফ আলীর বাড়ি উপজেলার আড়িয়ারা গ্রামে এবং তিনি জয়পুর ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার। 

জানা গেছে, ১৬ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রি করা ৫০ কেজি চাল জব্দ করে। এ সময় তিন ক্রেতাকে আটক করে প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করে। তবে আশরাফ আলী কৌশলে পালিয়ে যান। পরে তার নামে লোহাগড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিলটন কুমার দেবদাস অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

লোহগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com