
বগুড়ায় ৬০ বস্তা পঁচা খেজুর জব্দ
প্রকাশ: ২৭ এপ্রিল ২০ । ১৭:৩৫
বগুড়া ব্যুরো

বগুড়া সদরের এরুলিয়ার আফরিন কোল্ড স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৬০ বস্তা পঁচা খেজুর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর কোল্ড স্টোরে মজুদ রাখার দায়ে স্টোর মালিকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর গুলো জব্দ করে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। পরে জব্দ করা পঁচা খেজুরগুলো পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. রওশন আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com