
বিলুপ্তপ্রায় প্রজাতির ১১ বানরকে বিষ খাইয়ে হত্যা
প্রকাশ: ০৬ মে ২০ । ১৫:১৮ | আপডেট: ০৬ মে ২০ । ১৭:১৬
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিলুপ্তপ্রায় প্রজাতির ১১টি বানরকে বিষ খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে চরমুগরিয়ার ৯নং পৌর এলাকার গিয়াসউদ্দিন শরীফের বাড়ীর পাশের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, খাবারের সঙ্গে বিষ দিয়ে বানরগুলোকে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে বেশ কয়েকটি বানরকে অসুস্থ এবং কয়েকটিকে কাতরাতে দেখেন তারা। সন্ধ্যার দিকে সব বানরই মারা যায়। পরে বানরগুলো সংগ্রহ করে মাটিচাপা দেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, খাদ্য সংকটের কারণে বানরগুলো বাসাবাড়িতে হানা দিতো। এ কারণে স্থানীয় একটি বেকারি কারখানার মালিক বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরে ফেলেছে।
এ ব্যাপারে মাদারীপুর উন্নয়ন সংগ্রম পরিষদের আহবায়ক মাসুদ পারভেজ বলেন, বানরগুলো মাদারীপুরের ঐতিহ্য। শত বছর ধরে এই বানরগুলো মানুষের পাশাপাশি প্রতিবেশীর মতই বসবাস করে আসছে। কেউ কখনও বানর মারেনি। আমরা এর বিচার চাই।
পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর খলিলুর রহমান বেপারী জানান, প্রায় একশো বছরের বেশি সময় ধরে বানররা এ অঞ্চলে বিচরণ করে। এভাবে তাদের মেরে ফেলা ঠিক হয়নি।
এ ব্যাপারে মাদারীপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার গুপ্ত জানান, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে পশুপাখি সংরক্ষণ আইনে মাদারীপুর সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, বানর হত্যাকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের কররতে বনবিভাগকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আশা করছি রাতের মধ্যেই মামলা রুজু হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, আড়িয়াল খাঁ নদীবেষ্টিত মাদারীপুরের চরমুগরিয়া অঞ্চল একসময় বনজ ও ফলদ গাছে পূর্ণ ছিল। মুক্তিযুদ্ধের আগে এ বনে ১০ হাজারের মতো বানর ছিল। তখন জঙ্গল ও শত শত গাছ থাকায় বানরগুলোর বিচরণ ছিল চরমুগরিয়ার এলাকাজুড়ে। জেলা বন বিভাগের তথ্য অনুযায়ী, এখনও এই অঞ্চলে আড়াই হাজারের মতো বানর আছে। বানরের অভয়ারণ্রযে জন্য মাদারীপুর সদর উপজেলার কুমার নদের তীরে নয়াচর এলাকায় ১৮ একর জায়গাজুড়ে ইকোপার্ক নির্মাণ করা হলেও বানরগুলোকে আজও সেখানে নেওয়া সম্ভব হয়নি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com