
করোনায় মৃত্যুহীন একটি দিন পেল যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরা
প্রকাশ: ০৭ মে ২০ । ১২:১১
নিউইয়র্ক প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতিতে ৪৯ দিন পর মৃত্যুহীন একটি দিন পেল প্রবাসী বাংলাদেশিরা। বুধবার করোনায় আক্রান্ত হয়ে সেখানে কোনো বাংলাদেশির মৃত্যু হয়নি।
গত ৪৯ দিনে গড়ে প্রতিদিন ৪ জনেরও বেশি বাংলাদেশি মারা গেছেন মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ২৩৮ জন বাংলাদেশিকে মারা গেছেন।
মঙ্গলবার জালিকা বিবির (৭৮) মৃত্যু নিয়ে নিউইয়র্কে মোট ২১৮ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ পর্যন্ত নিউইয়র্ক মোট ২১৮ জন, নিউজার্সি ৮, মিশিগান ৬, ভার্জিনিয়া ৩, মেরিল্যান্ড ২ ও ম্যাসাচুয়েটস রাজ্যে ১ জন বাংলাদেশি মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে।
করোনায় প্রাণ যাওয়া ২৩৮ জনের মধ্যে মহামারী চিকিৎসা বিশেষজ্ঞসহ ৬ জন চিকিৎসক, নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিন সদস্য, একজন সাংবাদিক, একজন আইটি প্রফেশনাল ও ট্যাক্সি চালক রয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন ৪০ জনের মত নারী।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com