ভারতে বিষাক্ত গ্যাসে শিশুসহ ৮ জনের প্রাণহানি

প্রকাশ: ০৭ মে ২০ । ১২:২৪

অনলাইন ডেস্ক

কেমিক্যাল প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস লিক

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে একটি কেমিক্যাল প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে শিশুসহ কমপক্ষে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে অসুস্থ হয়েছেন অন্তত এক হাজার জন। আহত অবস্থায় ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এলজি পলিমার নামের কেমিক্যাল প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতদের উদ্ধারসহ আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে পুলিশ ও দমকল বাহিনী। গ্যাস লিক হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুর্ঘটনার খোঁজখবর রাখছেন এবং সবার নিরাপত্তা কামনা করেছেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। 

এলজি পলিমার ইন্ডিয়ার প্ল্যান্ট থেকে যে গ্যাস লিক হচ্ছে, তা প্রথম টের পান কাছাকাছি থাকা বাসিন্দারাই। স্থানীয় আরআর ভেঙ্কটাপুরাম গ্রামের বাসিন্দারা জানান, তাদের চোখ হঠাৎ করে খুব জ্বালা করতে শুরু করে ও নিশ্বাস-প্রশ্বাসে ভয়ানক কষ্ট হচ্ছে। এরপরেই অজ্ঞানসহ অসুস্থ হয়ে যেতে থাকেন এলাকার বাসিন্দারা। 

গ্যাস লিক হওয়ার খবর টের পাওয়ার পরেই  নড়েচড়ে বসে প্রশাসন। বিশাখাপত্তনম পৌর কর্তৃপক্ষ টুইট করে স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বাইরে না আসার অনুরোধ জানায়। এক টুইটে পৌর কর্তৃপক্ষ জানায়, গোপালপট্টমে এলজি পলিমার প্ল্যান্টে ছিদ্র দেখা গেছে, সেখান থেকেই বিষাক্ত গ্যাস বাইরে এসেছে।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা পুলিশ কর্মকর্তা স্বরুপ রানী বলেন, শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বিষাক্ত গ্যাসে। এ পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার করে ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকশত লোক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

উদ্ধারকারীদের তোলা মোবাইল ভিডিওতে দেখা গেছে, কমপক্ষে ১০ ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন। এর ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com