বাউফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫ করোনা রোগী

প্রকাশ: ০৭ মে ২০ । ১৩:৩৫

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে করোনা আক্রান্ত পাঁচজন চিকিৎসা শেষে সুস্থ্ হয়ে বাড়িতে ফিরেছেন । বৃহস্পতিবার সকালে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের আইসোলেশনে থাকা ওই পাঁচজনকে স্বাস্থ্য পরীক্ষার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয় ।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা উপস্থিত থেকে তাদেরকে ছাড়পত্র দেন । সুস্থ হওয়া রোগীরা হচ্ছেন-  ফারজানা (১৪) , হনুফা বেগম(৪০) ,হাওয়া বেগম (৫০), সিদ্দিকুররহমান(২২), আজিমুন (৮০) ।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সুস্থ হওয়া ওই পাঁচজন ঢাকা থেকে মাইক্রোবাস যোগে বাউফলের কালাইয়া যাচ্ছিলেন। পথে স্থানীয় প্রশাসন খবর পেয়ে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখে । পরে বাউফল উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের রক্তের নমুনা  সংগ্রহ করে ঢাকায় পাঠায় । পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হলে তাদেরকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠানিকআইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয় ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com