২৪ ঘণ্টায় আরও ৭০৬ করোনা রোগী শনাক্ত

প্রকাশ: ০৭ মে ২০ । ১৪:৪৭ | আপডেট: ০৭ মে ২০ । ১৫:২৪

সমকাল প্রতিবেদক

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ব্রিফ করেন ডা. নাসিমা সুলতানা

দেশে নতুন করে ৭০৬ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ
শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবারবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত
স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায়
(বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মোট ৫ হাজার ৮৬৭টি
নমুনা পরীক্ষা করে ৭০৬ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া
গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪২৫
জনে।

তবে আক্রান্তের সংখ্যা জানানো হলেও বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায়
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কতজন মৃত্যুবরণ করেছেন সে তথ্য জানানো হয়নি ব্রিফিংয়ে। পরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হবে বলে উল্লেখ করেন ডা. নাসিমা।

এদিকে আগে
থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ১০৩ জন সুস্থ হয়ে
উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১ হাজার ৯১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড
ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বে
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৬৬ হাজার ৩৯৪ জনে। এদের
মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৯৮৩ জনের। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি
ফিরে গেছেন ১২ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com