
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: মির্জা ফখরুল
প্রকাশ: ০৭ মে ২০ । ১৭:৩৯
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস সংক্রমণে সরকারি তথ্য-উপাত্ত সঠিক নয়। সরকার জনগণের সাথে প্রতারণা করছে। যারা চরম দুর্দিনেও জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না, জনগণকে বিভ্রান্ত করছে, যাদের এতোটুকু দায়িত্ববোধ নেই তারা ক্ষমার অযোগ্য অপরাধ করছে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা (পিপিই) প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে যে আক্রান্ত, অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর যে ডাটাগুলো দেওয়া হচ্ছে তা বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না।
অর্থনীতিকে চালু রাখতে শপিংমল খুলে দেওয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এতোদিন বলা হয়েছে- বাংলাদেশ মধ্য আয়ের দেশ, বিশ্বের মধ্যে অর্থনীতির রোল মডেল। তবে কেনো বর্তমান অবস্থাকে ধারণ করার মতো শক্তি এই অর্থনীতির তৈরি হয়নি। কারণ আপনারা পুরোটাই মিথ্যা কথা বলেছেন, মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, ভুল বুঝিয়েছেন।
তিনি বলেন, এই সরকার ব্যর্থ হয়েছে। যখন স্বাভাবিক অবস্থা ছিলো তখনও ব্যর্থ হয়েছে, আজকে যখন চরম দুযোর্গ-মহামারীর যুদ্ধাবস্থা সেই সময়ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। আমরা যখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তখন আপনি সেটাকে নাকচ করে দিয়ে বলেছেন যে কোনো দরকার নেই।
গার্মেন্টস খুলে দিয়ে সরকার ক্ষমাহীন অপরাধ করেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে প্রতিটি মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে। সরকার গোটা জাতিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
করোনাভাইরাসের সংবাদ সংগ্রহে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা ভালো নেই। এই দুঃসময়ে বিভিন্ন জায়গায় ছাটাই চলছে, অনেক প্রতিষ্ঠানে বেতন বন্ধ। সরকারের ঘোষিত ৯৫ হাজার কোটি টাকার প্রণোদনার মধ্যে সাংবাদিকদের জন্য কিছু নেই। দয়া করে সংবাদ কর্মীদের বেতন পরিশোধ করুন, চাকুরিচ্যুত করবেন না, এই দুর্দিনে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হোন। অবিলম্বে সকল গ্রেপ্তারকৃত সাংবাদিক এবং রাজবন্দিদের মুক্তি দিন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পরিচালনায় অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহ সভাপতি রাশেদুল হক বক্তব্য দেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com