মাস্ক ছাড়াই ঘুরে বেড়ালেন ট্রাম্প

প্রকাশ: ০৭ মে ২০ । ১৭:৪৫

অনলাইন ডেস্ক

ছবি: ওয়াশিংটন পোস্ট

গেটের বাইরে বড় বড় হরফে লেখা ‘মাস্ক না পরে প্রবেশ নিষিদ্ধ’। কিন্তু সেদিকে তাকালেনও না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনা মাস্কেই ঢুকে গেলেন ভেতরে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অ্যারিজোনার একটি এন ৯৫ মাস্ক তৈরির কারখানায়।

মার্কিন প্রেসিডেন্টের এহেন আচরণে স্বাভাবিক ভাবেই তীব্র বিতর্ক ছড়িয়েছে। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) যেখানে প্রত্যেক  নাগরিকের প্রকাশ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে, সেখানে স্বয়ং প্রেসিডেন্টের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও, এ প্রসঙ্গে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, কারখানায় সরকারি কর্মকর্তাদের জন্য মাস্ক পরার কোনও নিয়ম ছিল না। সেখানকার কর্মীদের জন্য ছিল। খবর এএফপির

ওইদিন অ্যারিজোনার হানিওয়েলে মাস্ক তৈরির ওই কারখানা পরিদর্শনে যান ট্রাম্প। প্রেসিডেন্ট তো বটেই, তার সফরসঙ্গী কর্মকর্তাদের কারও মুখে মাস্ক ছিল না। তবে প্রত্যেকেই বিশেষ পিপিই গগলস পরেছিলেন। ওয়াকিফহাল মহলের মতে, ট্রাম্পের কাছে এমন আচরণ প্রত্যাশিতই ছিল। কারণ এর আগে একাধিকবার প্রকাশ্যে তিনি মাস্ক পরার বিরোধিতা করেছেন। সিডিসি’র নির্দেশিকাকে অবাস্তব তকমা দিয়েছেন। প্রেসিডেন্টকে অনুসরণ করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও গত সপ্তাহে মেয়ো ক্লিনিক পরিদর্শন করেন মুখ না ঢেকে। পরে অবশ্য পেন্স এক সাক্ষাৎকারে ঢোক গিলে জানান, ওই সফরে তার মাস্ক পরা উচিত ছিল। কিন্তু জরুরি মনে হয়নি বলে পরেননি।

এদিকে করোনার সংক্রমণে আমেরিকায় এখনও পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২ হাজার ৩৩৩ জন। আক্রান্ত ১২ লাখ ছাড়িয়েছে। তারপরও ধীরে ধীরে লকডাউন তোলার সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট ট্রাম্প। এদিন মাস্ক কারখানার কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, জনগণের মিলিত প্রচেষ্টায় সংক্রমণের হার কমছে। গ্রাফ এখন নিম্নমুখী। কাজেই আর লকডাউন বজায় রাখার কোনও অর্থ হয় না। ধীরে ধীরে স্বাভাবিক করা হবে পুরো দেশ। যদিও পরিস্থিতি অন্য কথা বলছে।

সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, বিভিন্ন প্রদেশে ধীরে ধীরে লকডাউন উঠতে শুরু করার পর সংক্রমণের হার ফের বাড়তে শুরু করেছে। নিউ ইয়র্ক বাদে সর্বত্রই নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com