
কুমিল্লায় ঈদে খুলবে না শপিংমল-শোরুম-বিপনীবিতান
প্রকাশ: ০৭ মে ২০ । ১৯:১২
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
-samakal-5eb4094e06ae4.jpg)
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে কুমিল্লায় সকল শপিংমল, শোরুম, মার্কেট ও বিপনীবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। আগামী ঈদুল ফিতর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।
বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন এই ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা মহানগরীতে সম্প্রতি কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে, ফলে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। তাই আগামী ঈদুল ফিতর পর্যন্ত সকল শপিংমল, শোরুম, ব্রান্ডশপ, মার্কেট ও বিপনীবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।
বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস বিস্তাররোধে ক্রেতা ও ব্যবসায়ীদের আরও কয়েকটা দিন ধৈর্য্য ধরার আহবান জানানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com