
নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
প্রকাশ: ০৭ মে ২০ । ২০:৪৫
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আব্দুর রাজ্জাক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায় ঘরের টিনের বেড়ার সাথে জড়ানো তারে হাত লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক উপজেলার সদর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। তিনি নাসিরনগর উপজেলা সদর ছাত্রলীগের আহবায়ক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি শোক প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়িতে থাকা ধান শুকিয়ে গোসল করার প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক। পরে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে জড়ানো তারে কাপড় রাখতে যান তিনি। গাছের তারটি ঘরের বিদ্যুতের তারের সঙ্গে লাগানো ছিল। তখন অসাবধানতানশত তার হাত বিদ্যুতের তারের সাথে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ওসি সাজেদুর রহমান বলেন, 'বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর শুনেছি।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com