
করোনা উপসর্গে আ'লীগ নেতাসহ মৃত্যু আরও ৬
প্রকাশ: ১৪ মে ২০ । ০০:০০ | আপডেট: ১৪ মে ২০ । ০১:৫৮ | প্রিন্ট সংস্করণ
সমকাল ডেস্ক

প্রতীকী ছবি
জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ দেশের বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর নিজ বাড়িতে মারা যান স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। একই দিন খুলনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঝালকাঠি এবং মঙ্গলবার রাতে সিরাজগঞ্জে একজন করে মৃত্যু হয়। এ নিয়ে সারাদেশে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৩২৬ জনে পৌঁছাল।
সমকালের ব্যুরো ও সংশ্নিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রামে মারা যাওয়া ওই ব্যক্তি (৫২) নগরের মুনিরনগর ওয়ার্ড (সাংগঠনিক) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩৭ নম্বর উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, উপসর্গ দেখা দেওয়ায় চার দিন আগে তার নমুনা সংগ্রহ করা হলেও ফল এখনও আসেনি। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গতকাল সকালে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক নারী (৬০)। ওই ওয়ার্ডের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বর ও কাশি নিয়ে ওই বৃদ্ধা গতকাল সকাল সাড়ে ৮টায় ভর্তি হন। দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি ডুমুরিয়া উপজেলায়। মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যক্তি (৬৫) মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ। তিনি বলেন, সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরী গ্রামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে থাকা এক ব্যক্তি (৭০) গতকাল বিকেলে মারা যান। তার বাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, করোনার উপসর্গ নিয়ে ওই রোগীর মৃত্যু হওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রটোকল অনুযায়ী তার জানাজা ও দাফন করা হবে।
ঝালকাঠির নলছিটিতে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে ঢাকা থেকে আসা এক যুবকের (৩৬) মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ভোজপুর গ্রামের বাড়িতে মারা যান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীন বলেন, টাইফয়েডের কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। সে বাড়িতে আসার আগে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। করোনার কোনো উপসর্গ ছিল না। স্থানীয় লোকজনের অনুরোধে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল গ্রামের এক পোশাক শ্রমিকের (৩০) মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা জানান, কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে ওই পোশাক শ্রমিক এলাকায় আসেন। করোনা উপসর্গের পাশাপাশি তার জণ্ডিস ও কিডনির সমস্যা ছিল। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে সরকারি বাগবাটি ৩১ শয্যার করোনা হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। তিনি সেটি না করে বাড়িতেই থাকেন। করোনা পরীক্ষার জন্য মৃত যুবকসহ তার পরিবারের ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com