
দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
প্রকাশ: ১৪ মে ২০ । ০৯:৩৪
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এসময় তাদের রক্ষা করতে গিয়ে ছেলে গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত ৯টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের পুনট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার হমর্ চদ্র রায়ের স্ত্রী সাবিত্রী রানী (৫৫) ও মেয়ে শাপলা রানী (৩৫)। এসময় ছেলে ক্ষিতিশ চন্দ্র (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সারাদিন বাড়িতে ধান মাড়াই করার পর রাত ৯টার দিকে মা সাবিত্রী গোসল করে বাড়ির আঙিনায় থাকা বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
মাকে বাঁচাতে মেয়ে শাপলা ও ছেলে ক্ষিতিশ এগিয়ে আসলে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়। এসময় ছেলে ক্ষিতিশ গুরুতর আহত হন। তাকে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com