
পুলিশের উচ্চপদে ৫ কর্মকর্তার বদলি-পদায়ন
প্রকাশ: ১৪ মে ২০ । ১৫:২৭ | আপডেট: ১৪ মে ২০ । ১৫:৩৪
সমকাল প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের লগো
বাংলাদেশ পুলিশের ঊধ্বর্তন পাঁচ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এ বদলির কথা জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকে সিলেট রেঞ্জে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে, ঢাকা মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমানকে পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি), পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের পুলিশ সুপার ও মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com