
খাগড়াছড়িতে চাল-গম চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক
প্রকাশ: ১৪ মে ২০ । ১৫:৫৭ | আপডেট: ১৪ মে ২০ । ১৬:০৬
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি চাল ও গম চুরির অভিযোগ সাবেক ইউপি সদস্য রওশন আলী ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কবাখালী বাজারে অভিযান চালিয়ে চুরি হওয়া ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম উদ্ধার করা হয়। আটক রওশন আলী ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ বলেন, কবাখালি গুচ্চগ্রামে রেশন বিতরণ করার জন্য এক হাজার বস্তা চাল ও গম মজুদ করা হয়। সেখান থেকে ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম চুরি করে সাবেক ইউপি সদস্য রওশন আলী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি করা ৩০০ কেজি চাল ও ৫শ কেজি গম উদ্ধার করা হয়। সেই সঙ্গে সরকারি খাদ্যসহ চুরির অপরাধে রওশন আলীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় দীঘিনালা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com