ভোলায় কর্মহীনদের মধ্যে আ'লীগ নেতা শান্তর খাদ্য বিতরণ

প্রকাশ: ১৪ মে ২০ । ২১:৫৯

অনলাইন ডেস্ক

ভোলায় করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৫০০ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত।

মঙ্গলবার ভোলা-২ আসনের দৌলতখান ও রোরহানউদ্দিন উপজেলার মানুষের মধ্যে ভোলা শহরের উকিল পাড়াস্থ নিজ বাসভবনে এসব খাদদ্রব্য বিতরণ করেন তিনি।পর্যায়ক্রমে পাচ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। 

ড. শান্তর পক্ষে মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশতাক আহমেদ শাহিন।

আওয়ামী লীগ নেতা ড.  শান্ত জানান যেকোন দুর্যোগে তিনি ভোলা-২ আসনের মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তি

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com