
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশ: ১৪ মে ২০ । ২২:৫৩
সমকাল প্রতিবেদক

‘চেতনায় একাত্তর চিকিৎসক ফোরাম’র পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ- সমকাল
করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
‘চেতনায় একাত্তর চিকিৎসক ফোরাম’ নামে একটি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কলেজগেট মুক্তিযোদ্ধা টাওয়ারের চিকিৎসা কেন্দ্রে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আমজাদ হোসেসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক ও শ্যামলী ২৫০ শয্যা টিবি হাসপাতালের উপ-পরিচালক ও প্রকল্প পরিচালক ডা. আবু রায়হানসহ চিকিৎসক ও মুক্তিযোদ্ধারা বক্তৃতা করেন। অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com