কানাডায় আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: ১৫ মে ২০ । ১০:৩১

কানাডা প্রতিনিধি

কানাডায় করোনাভাইরাসে আরও এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। টরেন্টো প্রবাসী বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি জামিল আহমেদ কোভিড -১৯ করােনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

জামাল আহমেদের মৃত্যুতে কানাডা প্রবাসীদের মধ্যে শােকের ছায়া নেমে এসেছে। সােশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শােক জানিয়েছেন । 

কানাডার টরন্টো ও অটোয়াতে এ নিয়ে করােনা ভাইরাসে ৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৮ জনই টরন্টোতে এবং একজন অটোয়াতে। 

এছাড়া আক্রান্ত বেশ কয়েকজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরাে কয়েকজন হােম কোয়ারাইন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com