করোনায় মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর দাবি অস্বীকার মস্কোর

প্রকাশ: ১৫ মে ২০ । ১০:৫৮ | আপডেট: ১৫ মে ২০ । ১১:২২

অনলাইন ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না- কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। তবে সে দাবি অস্বীকার করেছে মস্কো। শুক্রবার সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কোর স্বাস্থ্য বিভাগ বলেছে, সংবাদ মাধ্যমগুলোর সেসব প্রতিবেদন ছিল অসম্পূর্ণ। করোনাভাইরাস সম্পর্কিত সব তথ্যই উন্মুক্ত। যে কেউ তা সংগ্রহ করতে পারেন। 

মৃতের সংখ্যা গণনার পদ্ধতিও এ সময় স্পষ্ট করেছে মস্কো। স্বাস্থ্য বিভাগ বলেছে, ময়নাতদন্তে যাদের মৃত্যুর কারণ সরাসরি করোনাভাইরাস সংশ্লিষ্ট জটিলতার সঙ্গে যুক্ত, শুধু তাদেরকেই গণনা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে মস্কোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী প্রত্যেক ব্যক্তির ময়নাতদন্ত করা হচ্ছে। সে হিসেবে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৯ জন। অন্যদিকে বাকি মৃত্যুগুলো যে করোনাভাইরাসের কারণেই হয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব ছিল না। ৬০ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর কারণ ছিল অন্য রোগ।

সিএনএনসহ আরও কয়েকটি সংবাদ মাধ্যম গত এপ্রিলে মস্কোয় করোনাভাইরাসজনিত মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে চলতি সপ্তাহে প্রতিবেদন প্রকাশ করে। ওই মাসে মস্কোর শহর কর্তৃপক্ষ ১১ হাজার ৮৪৬ জনের মৃত্যুর সংখ্যা রেকর্ড করেছিল। গত ১০ বছরের হিসাব আমলে নিলে যা ২০ শতাংশ বেশি।

মস্কোয় এপ্রিলে হঠাৎ মৃতের সংখ্যা বাড়লেও রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। হিসাবের এ গরমিলের কারণে বিষয়টি নিয়ে গবেষকরা প্রশ্ন তুলতে শুরু করেন। দেশটিতে আক্রান্তের হারও অনেক বেশি। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫২ হাজার ২৪৫ জন। আক্রান্তের সংখ্যা বিবেচনায় যুক্তরাষ্ট্র ও স্পেনের পরই রাশিয়ার অবস্থান।

রাশিয়ায় করোনাভাইরাসের মূল হটস্পট মস্কো শহর। শুধু এ শহরেই মারা গেছেন এক হাজার ২৯০ জন। অর্থাৎ রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর অর্ধেকের বেশি হয়েছে মস্কোয়। এ শহরে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩০ হাজরের বেশি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com