গোপালগঞ্জে নতুন ১২ জনের করোনা শনাক্ত

প্রকাশ: ১৫ মে ২০ । ১১:৫৬ | আপডেট: ১৫ মে ২০ । ১১:৫৯

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নতুন করে ১২ জনের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। 

আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ৩৪ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গোপালগঞ্জ সদরের ৪, টুঙ্গিপাড়ায় ১, কোটালীপাড়ায় ২ ও কাশিয়ানী উপজেলায় ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক ও ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১৮ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ চিকিৎসকসহ ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ চিকিৎসক ও নার্সসহ ৫ জন রয়েছেন। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com