
ফরিদপুরে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষ ও প্রতিষ্ঠানের পাশে বিভিন্ন সংগঠন
প্রকাশ: ১৫ মে ২০ । ১৫:০৮
ফরিদপুর অফিস

উপহার বিতরণ- সমকাল
ফরিদপুরে করোনাভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়া শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অব ফরিদপুরসহ জেলার বিভিন্ন সংগঠন।
লায়ন্স ক্লাব অব ফরিদপুর শুক্রবার সকালে জেলার ১৬টি মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক সহায়তা দিয়েছে। এরমধ্যে মুসলিম মিশন, গোট্টি মিয়া পাড়া জামে মসজিদ, আফতাবউদ্দিন এতিমখানা মাদ্রাসা, গজারিয়া হুজাইফা এতিমখানা মাদ্রাসাসহ ১৬টি প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন-লায়ন্স ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট এ কে এম সামসুল আলম, সেক্রেটারি মহসিন শরীফ, লায়ন মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন সাজিদ আহমেদ মাসুদ প্রমুখ।
এদিকে সকাল ১১টায় শহরের কমলাপুর রেলষ্টেশনে ঠাঁই নেওয়া নদীভাঙ্গন কবলিত ও করোনায় কর্মহীন হয়ে পড়া শতাধিক মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ডিক্রিরচর বন্ধু ফোরাম। অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু ফোরামের মো. শরিফুল ইসলাম সম্রাট, এহসান উদ্দিন উজ্জ্বল, সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন, জনি পাল, বক্কর হোসেন, মঞ্জুর রহমান প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com