
যুক্তরাষ্ট্রে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ: ১৫ মে ২০ । ২১:৩৩ | আপডেট: ১৫ মে ২০ । ২১:৫৭
অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে।
করেনার প্রাদুর্ভাবের মধ্যেই স্থানীয় সময় শুক্রবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৪।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
নেভাদা অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার নিকটবর্তী লাস ভেগাস থেকে ২২৫ মাইল দূরে অবস্থিত। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com