আক্কেলপুরে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২৪ মে ২০ । ২০:২২ | আপডেট: ২৪ মে ২০ । ২০:২৪

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

অভিযুক্ত ফেরদৌস আলম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেরদৌস আলম ওরফে বিদ্যুৎ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের উলিপুর গ্রামে গত ১৭ মে সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনা মেয়েটির বাবার করা মামলায় শনিবার দিবাগত রাতে ফেরদৌস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ফেরদৌস আলম জয়পুরহাট পৌর সদরের রাজকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উলিপুর গ্রামের দশম শ্রেণির ওই স্কুলছাত্রীকে ফেরদৌস আলম বাড়িতে গিয়ে কোরআন শরীফ শিক্ষা দিতেন। গত ১৭ মে সকালে মেয়েটির পরিবারে লোকজন বাড়িতে ছিল না। ওই সময় মেয়েটি বাড়িতে একা ছিল। এ সময় ফেরদৌস আলম মেয়েটিকে ফাঁকা বাড়িতে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার মেয়েটির বাবা বাদী হয়ে ফেরদৌস আলমের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ধর্ষণ মামলায় ফেরদৌস আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রোববার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com