
সুনামগঞ্জে ৪ পুলিশ সদস্যসহ আরও ১০ জনের করোনা শনাক্ত
প্রকাশ: ২৬ মে ২০ । ০১:২১ | আপডেট: ২৬ মে ২০ । ০১:৩১
সুনামগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি
সুনামগঞ্জে আরও চারজন পুলিশ সদস্যসহ নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০৮ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৪, ছাতকে ৪ এবং ধর্মপাশায় ২ জন রয়েছেন। জেলার সিভিল সার্জন ডা. শামছুদ্দিন সোমবার রাত ১১ টায় এ সব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৪ ও ছাতকে ৪ জনের করোনা শনাক্তের কথা জানানো হয় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধর্মপাশার ২ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com