
২১ জুন থেকে কারফিউ তুলে নিচ্ছে সৌদি আরব
প্রকাশ: ২৬ মে ২০ । ১১:৩১
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
আগামী ২১ জুন থেকে ২৪ ঘণ্টার কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। তবে পবিত্র মক্কা নগরীতে পুরোপুরি কারফিউ তুলে নেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি সরকার। খবর আরব নিউজের
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, মক্কায় ২১ জুন থেকে বেলা ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
এর আগে রমজান মাসে কারফিউ কিছুটা শিথিল করেছিল সৌদি সরকার। কিন্তু ঈদের ছুটির মধ্যে দেশটিতে আবারো ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়।
দেশটিতে আগামী ৩১ মে থেকে দেশের অভ্যন্তর ভ্রমণ, সরকারি এবং বেসরকারি অফিস ও মসজিদ খুলে দেওয়া হবে।
তবে নিষেধাজ্ঞা শিথিল করলেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com