
বড়াইগ্রামে ধানমাড়াই মেশিনচাপায় স্কুলছাত্র নিহত
প্রকাশ: ২৬ মে ২০ । ১২:১২ | আপডেট: ২৬ মে ২০ । ১২:১৭
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ধান মাড়াই করার মেশিনের নিচে চাপা পড়ে পিয়াস আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চাপমটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াস চামটা গ্রামের খলিল আহমেদের ছেলে। সে জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জোনাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, পিয়াস ধান মাড়াই মেশিন নিয়ে বিলে যাচ্ছিল ধান মাড়াই করতে। পথে চামটা বিলের মাঝে উঁচু ব্রিজে উঠতে গিয়ে মেশিনটি উল্টে খাদে পড়ে যায়। এসম মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পিয়াসের মৃত্যু হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com