
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৬৬, মৃত্যু ২১
প্রকাশ: ২৬ মে ২০ । ১৪:৩৭ | আপডেট: ২৬ মে ২০ । ১৪:৫৮
অনলাইন ডেস্ক

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন এতে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫২২ জনে দাঁড়াল।
মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনেরসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৫৮ হাজার ৪৪১টি। এর মধ্যে নতুন করে ১ হাজার ১১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৭৫১ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে আক্রান্ত ৭ হাজার ৫৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com