
জুড়ীতে করোনা আক্রান্ত যুবকের মৃত্যু
প্রকাশ: ২৬ মে ২০ । ২১:৫১ | আপডেট: ২৭ মে ২০ । ১২:১৩
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রতীকী ছবি
করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক যুবকের (৩৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট শহীদ সামছুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর এটিই প্রথম ঘটনা। ওই যুবকের বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, কিডনিজনিত রোগে ভুগতে থাকা ওই যুবক করোনা উপসর্গ নিয়ে গত ১১ মে সিলেট রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি হন। এরপর ১৬ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এলে তাকে সেখান থেকে শহীদ সামছুদ্দীন হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ১০দিন চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ওই যুবকের ভাতিজা তার সংস্পর্শে আসায় করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com