
সিলেটে করোনা উপসর্গে আরও দু'জনের মৃত্যু
প্রকাশ: ০১ জুন ২০ । ০১:১৫ | আপডেট: ০১ জুন ২০ । ০১:১৮
সিলেট ব্যুরো

সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে। তারা নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে ভর্তি দু'জন পুরুষ রোববার সন্ধ্যা ও রাতে মারা গেছেন। তাদের একজন নগরীর দরগা মহল্লার বাসিন্দা। করোনার উপসর্গের পাশাপাশি তার হার্টের সমস্যা ছিল।
অপরজনের ঠিকানা তিনি জানাতে পারেননি। ডা. সুশান্ত কুমার মহাপাত্র আরও জানান, মারা যাওয়া দু'জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com