
বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, কানাডার নতুন কমিটি
প্রকাশ: ০১ জুন ২০ । ১১:২৭ | আপডেট: ০১ জুন ২০ । ১৩:১০
কানাডা প্রতিনিধি

ফাইল ছবি
বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, কানাডা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জুম ভার্চুয়াল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সংস্থার সদস্যদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সঙ্গীতব্যক্তিত্ব ইখতিয়ার ওমর।
সভায় ইখতিয়ার ওমরকে সভাপতি এবং চিত্রা সরকারকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি- নবিউল হক বাবলু, সহ-সাধারণ সম্পাদক- হাবিব আহমেদ, কোষাধক্ষ্য- জিবিনা সঞ্চিতা হক, অনুষ্ঠান সমন্বয়কারী- মমতাজ মমতা ।
সভার শুরুতে সংস্থার গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়ার উপর সকল সদস্য বিস্তারিত আলোচনা ও গঠনমূলক মতামত দেন। সবার অংশগ্রহণ ও প্রাণবন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্থা পরিচালনার মূল সনদ 'গঠনতন্ত্র' সর্বসম্মতিক্রমে চূড়ান্ত ও অনুমোদিত হয়। এর পরে অনুমোদিত গঠনতন্ত্র অনুসরণে সংস্থার 'পরিচালনা পরিষদ' ও 'কার্যকরী পরিষদ' গঠন করা হয়।
নবগঠিত চার বছর-মেয়াদি পরিচালনা পরিষদের সদস্যরা হলেন- ওয়াহিদ আসগর, আজিজুল মালিক, মাহমুদুল আনাম, শহিদ খন্দকার টুকু, পার্থ সারথি সিকদার।
সম্প্রতি অনুষ্ঠিত ওই সাধারণ সভায় উপস্থিত ছিলেন-ইখতিয়ার ওমর, নাদিরা ওমর, নবিউল হক বাবলু, জিবিনা সঞ্চিতা হক, পার্থ সারথি শিকদার, হাবিব আহমেদ, আয়েশা ফরিদ, মমতাজ মমতা, শহিদ খন্দকার টুকু, মনজুর আহমেদ, কুমকুম বল, সাবরিনা হাসান, দিল আফরোজ রুমা, ফারহানা শান্তা, মোনালিসা চৌধুরী, পারভীন হোসেন, মুক্তি প্রসাদ, জ্যানেট মেরী গোমেস, সুভাষ দাস, স্নিগ্ধা চৌধুরি, ভ্যালেন্টিনা ভৌমিক এবং চিত্রা সরকার।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com