
রাঙামাটিতে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু
প্রকাশ: ০১ জুন ২০ । ১২:৫৩ | আপডেট: ০১ জুন ২০ । ১২:৫৫
রাঙামাটি অফিস

রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাইখালীতে করোনা উপসর্গ নিয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে রাইখালী নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, কাপ্তাই উপজেলায় রাইখালীতে করোনা উপসর্গ নিয়ে রোববার বিকেলে এক ব্রাদারের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে চট্টগ্রামে পরীক্ষার জন্য মোট ১ হাজার ১৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে নমুনা রিপোর্ট এসেছে ৮৩৮ জনের। বাকি ১৮০ জনের রিপোর্ট এখনো আসেনি।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার রাতে ৬ জনের নমুনার রিপোর্ট রাঙামাটিতে এসে পৌঁছে। এতে রাঙামাটি জেনারেল হাসপাতালের একজন নার্স, কাউখালী উপজেলায় ১ জন ও লংগদু উপজেলায় ১ জনসহ মোট ৩ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে এ পর্যন্ত রাঙামাটি জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এছাড়া আইসোলেশনে রয়েছেন ৯ জন ও ১০ জনকে সুস্থ হয়েছেন।
এ পর্যন্ত কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে ২ হাজার ৮৭৮ জনের। তার মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৯৬৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৪২ জন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com