জলঢাকায় করোনায় আরও ১ জনের মৃত্যু

প্রকাশ: ০১ জুন ২০ । ১৩:০১ | আপডেট: ০১ জুন ২০ । ১৩:০৯

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই এলাকায় নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত ওই ব্যক্তির বয়স হয়েছিল ৭৫ বছর।

এ নিয়ে ওই ইউনিয়নের করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো। এর আগে গত ৯ মে একই ইউনিয়নে ৫২ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ১১ টায় স্বাস্থ্য বিধি মেনে জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় মৃত ওই বৃদ্ধের জানাজা সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, মৃত ওই ব্যক্তির পরিবারে তিনজন করোনা পজেটিভ রোগী রয়েছেন। তাদের কাছ থেকেই ওই বৃদ্ধ সংক্রমিত হয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, জলঢাকায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩। এর মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন।  ৫ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। বাকীরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, থানা পুলিশের সহযোগিতায় মৃত্যু ব্যক্তিকে স্বাস্থ্য বিধি মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com