আদমদীঘিতে ‘দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত’ গ্রেপ্তার

প্রকাশ: ০১ জুন ২০ । ১৪:৪৯

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

গ্রেপ্তারকৃতরা- সমকাল

বগুড়ার আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। 

রোববার রাত ১১টার দিকে উপজেলার মুরইল-নসরতপুর সড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘির বিনাহালী গ্রামের ফুলবর রহমানের ছেলে মাসুদ রানা (২৮), কাহালু উপজেলার শিলকওড় পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে রাজু প্রামানিক (২৪) ও দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর সাখিদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে মামুনুর রশিদ সোহেল। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, রাতে তারা ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জনৈক খায়রুল ইসলাম রুবেলের বাড়ির পূর্বপাশের্ একটি বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিম। এসময় তাদের কাছ থেকে ৩টি বড় ধারালো হাসুয়া ও ৩টি লাঠি উদ্ধার করা হয়।

 ওই তিন জনের নামে আদমদীঘি, দুপচাঁচিয়া, কাহালুসহ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান।



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com