বাগদানের পর নতুন চমক হার্ডিক-নাতাশার

প্রকাশ: ০১ জুন ২০ । ১৪:৫৩

অনলাইন ডেস্ক

ছবি: ডিএনএ

সার্বিয়ান অভিনেত্রী ও মডেল নাতাশা স্তাঙ্কোভিচের সঙ্গে ভারতীয় অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার প্রেমের খবরে ভারতে সাড়া পড়ে যায়। কিছুদিন গোপন রাখার পর সখ্যতার ব্যাপার প্রকাশ্যে আনেন পান্ডিয়া। এ বছরের ১ জানুয়ারি নাতাশার সঙ্গে বাগদান সম্পন্ন করে বড় চমক দেন তিনি।

এবার বাবা হওয়ার খবর দিয়ে চমকে দিলেন হার্ডিক। সোমবার ঘোষণা করলেন, তাদের জীবনে আসছে নতুন অতিথি। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বাগদত্তা নাতাশার অন্তঃসত্ত্বা হওয়ার ছবি পোস্ট করেন হার্দিক। সঙ্গে নাতাশা ও তার মুখে খুশির ঝলক।

পোস্টে ভারতীয় পেস অলরাউন্ডার লেখেন, নাতাশার সঙ্গে অসাধারণ সময় কাটছে। যা আরও মধুর হতে চলেছে। আমরা দু’জনই খুব রোমাঞ্চিত। আমাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। আপনাদের আশীর্বাদ যেন সব সময় আমাদের সঙ্গে থাকে। পান্ডিয়ার বাগদত্তাও দেন একই পোস্ট।

পান্ডিয়ার সামাজিক মাধ্যমে দেওয়া ছবিতে আরও একটি চমক আছে বলে মনে করছেন ভক্তরা। তাদের ঘরোয়া পরিবেশে বিয়ের সাজে দেখে অনেকে মনে করছেন, লকডাউনে বিয়েটা সেরে ফেলেছেন তারা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com