
এক মাস কোমায় কাটিয়ে পাঁচ মাসের শিশুর করোনা জয়
প্রকাশ: ০১ জুন ২০ । ১৫:৩১
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
শিশুটির নাম দোম। বয়স মাত্র ৬ মাসে পড়েছে। পাঁচ মাস বয়সে করোনায় আক্রান্ত হয়েছিল সে। তারপর হাসপাতালে দীর্ঘ এক মাস কোমায় কাটিয়ে অবশেষে করোনা জয় করে বাড়ি ফিরেছে সে। খবর সিএনএনের।
বাবা ওয়াগনার আন্দ্রাদে বলেছেন, জন্মের কয়েক মাস পরই দোমের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। রিও ডি জেনেইরোর প্রো-কার্ডিয়াকো হাসপাতালে পার করেছে ৫৪ দিন, যার মধ্যে ৩২ দিন ছিল কোমায়। এই যুদ্ধে ভেন্টিলেটরও লেগেছে তার।
ওয়াগনার বললেন, ‘তার শ্বাসপ্রশ্বাসে একটু কষ্ট হচ্ছিল, ডাক্তাররা ভেবেছিলেন এটা ব্যাকটেরিয়ার সংক্রমণ। কিন্তু ওষুধ কাজ করছিল না এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। তারপর আমি আর আমার স্ত্রী আরেকটি হাসপাতালে নিলাম এবং তারা পরীক্ষা করে দেখলো করোনাভাইরাসে আক্রান্ত সে।’
দোমের শরীরে করোনাভাইরাস কীভাবে এলো তা বুঝতেই পারছিলেন না বাবা-মা। আন্দ্রাদের ধারণা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ভাইরাস বাসা বেঁধেছে ছোট্ট শরীরে। তিনি বলেছেন, তার নিশ্বাসের এক ধরনের শব্দ লক্ষ করেছিল আমার স্ত্রী। আমরা একাধিক ডাক্তারকে ফোন করেছিলাম এবং তাদের একজন একটি ভিডিও রেকর্ড করতে বললো। ভিডিও দেখার পর তিনি আমাদের তখনই তাকে হাসপাতালে নিতে বললেন।
আন্দ্রাদে ও তার স্ত্রী ভিভিয়ানে মন্তেইরো বলেছেন, দোমের সুস্থ হওয়াটা ছিল ‘মিরাকল’। আন্দ্রাদে বলেন, প্রথমে আমি স্বস্তিবোধ করলাম এবং তারপর অবর্ণনীয় সুখ ছুঁয়ে গেলো মনে। ৫০ দিনেরও বেশি সময় পর আমরা তাকে বাড়ি নিয়ে যাচ্ছি।
আগামী ১৪ জুন বাবা-মার সঙ্গে ষষ্ঠ মাসের জন্মদিন পালন করবে দোম, আত্মীয়রা তাতে যোগ দেবেন ভার্চুয়ালি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com