
সপরিবারে করোনা শনাক্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর
প্রকাশ: ০১ জুন ২০ । ১৬:১২
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
৩০ লাখ জনসংখ্যার দেশ আর্মেনিয়ায় সোমবার পর্যন্ত ৯ হাজার ৪০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সঙ্গে আছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও তার পরিবার। আর্মেনিয়ায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৯ জনের। খবর রয়টার্সের।
সোমবার এক ফেসবুক লাইভ ভিডিওতে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান দেশটির সরকার প্রধান। পুরো পরিবারের সংক্রমিত হওয়ার কথা জানিয়ে পাশিনিয়ান বলেছেন, ‘আমার কোনো উপসর্গ ছিল না। করোনায় যারা সামনে থেকে লড়ছেন, তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলাম আমি। তাই পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’
পাশিনিয়ানের ধারণা, একটি মিটিং চলাকালে ওয়েটারের মাধ্যমে করোনায় সংক্রমিত হয়েছেন তিনি। বললেন, ‘আমি খেয়াল করলাম, সে গ্লাভস ছাড়াই কাজ করছিল। আমি তাকে সেটা বলেছিলাম। কিন্তু তারা আগে থেকেই গ্লাভস ছাড়া কাজ করেছে। ওই ওয়েটারেরও করোনাভাইরাস ধরা পড়েছে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com