গোপালগঞ্জে জিপিএ ৩.৯৪ পেয়েও ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: ০১ জুন ২০ । ২১:২৪ | আপডেট: ০১ জুন ২০ । ২১:৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এসএসসিতে প্রত্যাশিত ফল না পেয়ে বৃষ্টি মন্ডল নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার রাতে বৃষ্টি মারা যায়। সে মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের বাসুদেব মন্ডলের মেয়ে। 

মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল বাশার জানান, বৃষ্টি মন্ডল এ বছর বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৯৪ পেয়ে উত্তীর্ণ হয়। ফলাফল প্রত্যাশিত না হওয়ায় বৃষ্টি রোববার বেলা ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে মায়ের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে ফরিদপুর রওনা হয় পরিবারের লোকজন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটে পৌঁছানের পর রাত পৌনে ১২ টার দিকে বৃষ্টি মারা যায়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com