
'বেদনার অবসান ঘটান', মার্কিন কংগ্রেসে ফ্লয়েডের ভাই
প্রকাশ: ১১ জুন ২০ । ১১:১৩ | আপডেট: ১১ জুন ২০ । ১১:৫৩
অনলাইন ডেস্ক

কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনজি ফ্লয়েড। ছবি : এএফপি।
যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়নে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড দেশটির কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন। বর্বরতা থামাতে পুলিশ বাহিনী সংস্কারের বিল পাস করে ‘বেদনার অবসান’ ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে শুনানিতে অংশ নেন ফিলোনিজ। তিনি বলেন, তার ভাই যেন পুলিশি বর্বরতার শিকারের তালিকায় শুধু একটি নাম হয়ে না থাকেন।
গত ২৫ মে মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা রাস্তার ওপর প্রায় ৯ মিনিট জর্জ ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরে ছিলেন। এক পর্যায়ে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। ওই ঘটনার ভিডিও প্রকাশ পেলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী পুলিশি নির্যাতন ও বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ফ্লয়েড হত্যায় জড়িত চার পুলিশ কর্মকর্তাকে আটক করে বিচারের পালা শুরু হয়েছে।
ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে তুমুল বিক্ষোভের মুখে কংগ্রেসে পুলিশ সংস্কারের বিল তোলেন ডেমোক্র্যাটরা। তারই শুনানি শুরু হয়েছে। আগের দিন মঙ্গলবার হিউস্টনে ভাই জর্জ ফ্লয়েডকে সমাহিত করে পরদিন বেদনাসিক্ত হৃদয়ে কংগ্রেস শুনানিতে হাজির হন ফিলোনিজ ফ্লয়েড।
অশ্রুসিক্ত চোখে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ফিলোনিজ বলেন, ‘আপনাদের কাছে আমি এই পরিস্থিতির অবসান ঘটনানোর আহ্বান জানাচ্ছি। এই বেদনার অবসান করুন। ফ্লয়েডের আকুতি তখন কেউ শোনেনি। কিন্তু এখন আমি, আমার পরিবার, রাজপথ এমনকি পুরো বিশ্ব আপনাদের সেই আকুতি শোনার আহ্বান জানাচ্ছে। রাজপথ থেকে আওয়াজ উঠেছে- যথেষ্ঠ হয়েছে, আর না।’
ফিলোনিজ বলেন, ‘বাবার মৃত্যু দৃশ্যের ভিডিও শিশু সন্তান দেখছে। এর চেয়ে বেদনাদায়ক ঘটনা আর কি হতে পারে? আপনারা একজন মানুষের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। তার (ফ্লয়েড) জীবনও মূল্যবান। আমাদের সবার জীবন মূল্যবান। কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান। আহ! আমি যদি আমার ভাইকে আবার ফিরে পেতাম...’
গত সোমবার পুলিশ সংস্কারের বিল কংগ্রেসে তোলেন ডেমোক্র্যাটরা। বিলটিতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের কথা উল্লেখ থাকছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ উঠলে তাকে আইনের আওতায় আনার পথ সহজ করার কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে। এ ছাড়া নাগরিকদের সঙ্গে পুলিশের অসদাচরণের একটি পরিসংখ্যান রাখার কথাও বলা হয়েছে। রয়েছে বর্ণবাদবিরোধী প্রশিক্ষণের প্রস্তাব। গলা বা ঘাড় চেপে ধরার বিষয়টি নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে।
বিলটি কংগ্রেসে উত্থাপনের দু’দিনের মাথায় বিষয়টি নিয়ে শুনানিতে নাগরিক অধিকারকর্মী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাক্ষ্য শুনতে শুরু করেছে প্রতিনিধি পরিষদের বিচারবিভাগীয় কমিটি। আগামী ৪ জুলাই প্রস্তাবিত বিলটি ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে পাঠাতে চায় কমিটি।
এদিকে প্রতিনিধি পরিষদে শুনানি চলার সময় মিনিয়াপোলিসের পুলিশ প্রধান মেডারিয়া আরাডন্ডো বলেছেন, তার নেতৃত্বাধীন বাহিনীতে অবশ্যই সংস্কার করা হবে। ফ্লয়েডের মৃত্যুকে বৃথা যেতে দেবন না বলেও প্রতিজ্ঞা করেছেন তিনি।
গত রোববার মিনিয়াপোলিস শহর কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর স্থানীয় পুলিশ বিভাগ বিলোপের প্রতিশ্রুতি দেন। পুলিশ বাহিনীর বদলে জননিরাপত্তার নতুন একটি মডেল নিয়ে তারা ভাবছেন বলে জানিয়েছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com