পরিবারসহ চট্টগ্রামের এমপি মোছলেম করোনায় আক্রান্ত

প্রকাশ: ১১ জুন ২০ । ১২:৫৯ | আপডেট: ১১ জুন ২০ । ১৩:১৫

চট্টগ্রাম ব্যুরো

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে তার স্ত্রী, ছেলে ও নাতিসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। এমপির একান্ত সহকারী আবদুল আলীম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত সবাই চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম মঙ্গলবার নগরীর লালখান বাজারের বাসা থেকে এমপির পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করে। তাদের মধ্যে পাঁচ জনের নেগেটিভ ও ১০ জনের পজিটিভ আসে। বুধবার রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাব থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এমপি মোছলেম উদ্দিনের পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরে করোনারভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।

এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com