সৌদিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০ । ১৩:১৩ | আপডেট: ১১ জুন ২০ । ১৩:১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি

শরীফ হোসেন

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুরের মো. শরীফ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার রাতে রিয়াদে শরীফের মৃত্যু হয়।

শরীফ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ গাইয়ার চর গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা।

স্থানীয় দক্ষিণ চর আবাবিল ইউপি সদস্য মো. জাফর আহাম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শরীফ ১৮ বছর ধরে সৌদি আরবের রিয়াদে একটি হোটেলে চাকরি করতেন। তিনদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাতে রিয়াদ শহরে নিজ বাসায় তার মৃত্যু হয়। বর্তমানে শরিফের মরদেহ রিয়াদ শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এ নিয়ে গত তিনদিনে সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে রায়পুর উপজেলার তিনজনের মৃত্যু হয়েছে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com