মনিরামপুরে পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ ২ জনের করোনা শনাক্ত

প্রকাশ: ১১ জুন ২০ । ১৫:০৮

মনিরামপুর(যশোর)প্রতিনিধি

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মনিরামপুর) সদর দপ্তরের রাজগঞ্জ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে জিয়াউর রহমান নামের একজন এনজিও কর্মীরও করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্ত এনজিও কর্মীর বাড়ি উপজেলার কাশিপুর গ্রামে। তিনি চাঁদপুর জেলায় একটি এনজিওতে চাকুরি করেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে মনিরামপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
 
ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, পল্লী বিদ্যুৎ সমিতির রাজগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম রফিকুল ইসলাম ও এনজিও কর্মী জিয়াউর রহমান জ্বরে আক্রান্ত হয়ে গত ৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এসময় তাদের নমুনা সংগ্রহের পর সিভিল সার্জনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। বৃহস্পতিবার দুই জনের করোনা পজেটিভ ফল আসে।তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অরুন কুমার কুন্ডু জানান, নমুনা দেওয়ার দিন থেকে এজিএম রফিকুল ইসলাম বাসায় কোয়ারেন্টাইনে আছেন।
 
উল্লেখ্য, এ পর্যন্ত মনিরামপুরে ১৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ ফল এসেছে।


















© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com