
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্বে সরদার শাহাদাত আলী
প্রকাশ: ১১ জুন ২০ । ১৬:১৫
চট্টগ্রাম ব্যুরো

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সরদার শাহাদাত আলীকে। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে রেল মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
সরদার শাহাদাত আলী এর আগে পশ্চিম ও পূর্বাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর জিএম কার্যালয়ে বিভিন্ন দপ্তরের প্রধান ও দায়িত্বশীলদের সাথে বৈঠক করে সংশ্লিষ্টদের কাছ থেকে নানা বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি।
সরদার শাহাদাত আলী সমকালকে বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চলের সবাইকে একসাথে নিয়ে নতুন দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সাথে পালন করতে চাই। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি। দায়িত্ব পাওয়ার পর করোনার এমন সময়ে সামাজিক দূরত নিশ্চিত করে রেলে যাত্রী ভ্রমনের নিরাপত্তা নিশ্চিত, রেলের অবৈধ ভূমি উদ্ধার, সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা নিয়ম মোতাবেক দায়িত্বপালন করছেন কিনাসহ যাবতীয় বিষয়ে খোঁজ খবর নিয়েছি। করোনাকালীন সময়ে যাত্রীদের যাতায়াতের নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিশ্চিত করতে সরেজমিন গিয়ে মনিটরিং করেছি। এ কাজ অব্যাহত থাকবে।’
গত ৬ জুন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা নাসির উদ্দিন আহমেদ অবসরে চলে যাওয়ায় সরদার শাহাদাত আলীকে মহাব্যবস্থাপক (জিএম) এর অতিরিক্ত দায়িত্ব দেয় রেল মন্ত্রণালয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com